(প্রিয় কবি রিঙ্কু রায় (আবৃত্তিকার) মহোদয়ার ০৯/১২/১৭ তারিখে কবিতার আসরে প্রকাশিত কবিতা "বিষণ্ণতার রঙ" পাঠের পরে হৃদয়ে যে অনুরণন সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই কবিতা লেখা। তাই প্রিয় কবির উদ্দেশ্যে এই কবিতা উৎসর্গ করলাম।)


স্মৃতিরা সব ভেসে বেড়ায় আপনার ঘরে বাইরে,
কেমনে আপনি ভুলবেন আপনার সোনামনারে?
ঐ খেলনা গুলো থাকে চেয়ে উড়না হাওয়ায় উড়ে,
সোনার ছোট্ট পায়ে ছোটাছুটি খুবই মনে পড়ে।
ঐ বুঝি হাসছে খিলখিলিয়ে আপনার সোনামণি,
মিষ্টি সুরে ডাকছে আপনায় কাছে এসো মামণি।
ঢেউ উঠছে ধমকা হাওয়ায়  মনের বাগিচায়,
কোথায় যে আপনার হৃদয়সোনা  পলকে হারায়?
যেথায় থাকুক আপনার সোনা ভালো সে যেন থাকে,
আকাশের বুকে তারা না হয়ে বুকে যেন ফিরে আসে।
যে যায় এ ধরা ছেড়ে  আসে না কভু এ ধরায় ফিরে,
চোখের জল থামে না রাতদিন অশ্রু হয়ে ঝরে।
জাগতিক নিয়মেই সবাই একদিন যাবো চলে,
তাই শুধু  কান্না কেন বেদনায় ডুবে ধরার তলে।
ফিরে আসুন আপনার সাধারণ দৈনন্দিন জীবনে
ভগবান আপনার সহায় হোন প্রার্থনা করি মনে মনে।