কান্না ভেজা দুটো চোখে
আছি বসে এক মনে
জানি ফিরিবে না আর
কোন দিন এ জীবনে।

রাঙা সিঁথি হবে সাদা
ডাকবেনা তো আদরে
ভাববো যখন ওকে
বহিবে অশ্রু অঝোরে।  


বলে গেলো শেষ কথা
আসবে ফিরে ঐ রাতে
কথা দিয়ে এলো ফিরে
নিশ্চল দেহে প্রভাতে।  


ক্ষণস্থায়ী এ জীবন  
এই আছে এই নেই
কাটাই কেমনে সেটা
মরছি একা ভেবেই।    


কেন প্রভু দিলে সাজা
কি যে মোর অপরাধ
করিনি তোমার সাথে
কোনকালেতে বিবাদ।


ভালো যদি বাসিস রে
শরণ দে তোর পথে
চাই না বাঁচতে একা
তোল প্রভু তব রথে।