রাজার মতো বাঁচবো ভাই
নইলে মরে যাওয়া ভালো,
কাপুরুষরা বাঁচিয়া থাকে
শরমে মুখ করিয়া কালো।


দিন পেরিয়ে রাত গড়িয়ে
কালো আঁধার নামিয়া আসে,
হাসিতে থাকি; কাঁদিতে থাকি
কেউ তাকায়; থাকে না পাশে।


হাতে গরম দুখানি রুটি
খাই যখন রাতের বেলা,
পাই কোথায় এমন মধু
খুঁজিয়া ফিরি ভাসিয়ে ভেলা।


এই জীবনে বাঁচার জন্য
চাই তাঁহার অপার দয়া,
রাখে টানিয়া সব সময়
পারিনা ছাড়তে ভবের মায়া।


নৌকা ছাড়িয়া নদীতে ভাসি
চলতে থাকি আপন মনে,
কোথায় গিয়ে ঠেকবে আজি
করুণাময় শুধুই জানে।


তাঁর উপর ভরসা করে
এই ভবের সাগর চলে,
তাঁর উপর ভরসা রাখি
রাজার মতো বাঁচবো বলে।