চলতে ফিরতে কথা
কত জনায় পরিচয়,
কত জন যে হারায়
কেউবা মনে রয়।


চলার পথের শত সাথী
ছোট্ট বেলা হতে,
কারোর স্মৃতি আজও অমর  ;
খুঁজি দিনে রাতে।


হারিয়ে  ছেলেবেলা
সঙ্গের সেই সাথীরা,
আজ ভাবনায় ভিড়ে
আনন্দ আর বেদনা।


হৃদয়ের সব বন্ধু
টাটকা সবুজ মন,
শত স্বপ্ন চোখে ;
ভাবনায় দুনিয়া জয়।


আনন্দ মুখর দিন গুলো
এ সময়ে,ভীষণ মনে পড়ে,
অশ্রু ধারা বাঁধ মানেনা
দু'চোখ বেয়ে ঝরে।


কাঁধে হাত,পথ চলা--
গলাগলি করে,
সে সময়ে,বন্ধুই শুধু আপন
এ বিশ্ব চরাচরে।


বাঁচা মরা সব সমান
বন্ধু ছাড়া জীবন মিছে,
বন্ধুর জন্য জীবন বাজি
রাখবো বন্ধুরে হৃদয় জুড়ে।


আম বাগান, খেলার মাঠ
সর্বত্র বন্ধুরে  চাই,
বন্ধু বিহীন এ বিশ্ব   ---
কল্পনার বাইরে ঠাঁই।


ফেলে সেই পুরানো  দিন
নতুন সূর্য উঠে,
হারিয়ে সেই মনের বন্ধু
শুধু  বন্ধু  মেলে।


আজ পাইনা সেই আনন্দ
সব শূন্য  মনে হয়,
ছেলেবেলার গভীর বন্ধনে
ঘটে চরম অবক্ষয়।


স্বার্থ-পুঁজি সর্বস্ব বন্ধুত্ব
চাওয়া পাওয়ার  চলে,
নিঃস্বার্থের বন্ধু পাবো কি
যাদু মন্ত্র বলে?