বর্ষাকালে ঝরালি না বারিধারা
শরৎকালে জলের ঢল,
কলকল রবে বইছে ভৈরব নদী
মানুষগুলোর কি হাল বল!
পদ্মার পাশে চরেতে বাস
গাঁয়ের নাম নির্মল চর,
মানুষগুলো আজ বড়ো অসহায়  
আনন্দ হীন প্রতি ঘর।
মানুষ গরুর এক সাথে বাস  
কেউ নয় পর, আপনজন;
এদের নিয়ে বাস বছর ভর  
এরা সব বড়ো সুজন।  
মণ্ডপে মণ্ডপে বাজছে কাঁসর ঢাক
ভেসে আসছে আগমনী সুর,
ভেসে গেছে নতুন পোশাক আশাক
কাটছেনা দুঃখ আসছে না ভোর ।
ঘর বাড়ি সব ছেড়ে মানুষগুলো    
ফ্লাড সেন্টারে করছে বাস,  
উৎসব মুখর দিনগুলো হারিয়ে  
করছে সবাই হা-হুতাশ।  
কেন বর্ষা রাণী এমন করিস বারবার?
কেন করিস ছেলেখেলা?
ছোট ছোট গণেশ সরস্বতী কাঁদছে  
দেখবে যে ওরা ঠাকুর-মেলা।
আসতে পারতিস বর্ষারাণী সঠিক সময়ে
শরৎকালে কেন আসিস?
আনন্দ উচ্ছ্বাসে ঘটতো না বিঘ্ন  
সবার মুখে হাসি পেতিস!