চলমান এই মানব জীবন
কত বৈচিত্র্যের আধার,
ভেঙে যায় কত সংসার
হৃদে জাগে হাহাকার।


জীবন কত জটিলতাময়
কত টানাপোড়েন এতে,
চলে কত ভাঙাগড়ার খেলা
কেউ সঙ্গী  হয়না তাতে।


জীবনে মনের ভূমিকা বড়
সত্যি ভীষণ জটিল বস্তু,
বিচিত্র তার চলার গতিপথ
হয় না একবারে স্থিতু।


চলার পথ বড্ড আঁকাবাঁকা
ভাঙে কত যে জীবন রথ,
এমনি করেই চলতে হবে
খুঁজে নিতে নতুন পথ।