আষাঢ় গেলো পার হয়ে ভাই নেই তো বৃষ্টির দেখা,
শ্রাবণ মাসে শুধুই তো রোদ রবে চাষি কি ভুখা?
মাঠের পর মাঠ ভর্তি আজি দাঁড়িয়ে থাকা পাট,
দিনের পর দিন হচ্ছে হলুদ শুকিয়ে হচ্ছে কাঠ।
পুকুর ডোবা সবই শুকনো নেই একফোঁটা জল,
কষ্ট করে ফসল ফলিয়ে হায়!কি করুণ ফল!
জাগ দেবার নেই জায়গা শুকিয়ে মরছে পাট,
নেই তো কোন উপায় জেনে চাষির মাথায় হাত।
সোনার ফসল ফলিয়ে চাষি ভাবছে পাবে সুখ,
বুকের ভেতর হাহাকারে ফাটছে চাষির বুক।
এমনিতে নেই ফসলের দাম কষ্টে কাটে জীবন,
তার উপরে কি অভিশাপ হানছে চাষির মরণ!
চোখের পানি নেই আর সবটা গেছে আজ শুকিয়ে,
কর জোরে করি প্রার্থনা দাও ঈশ্বর রাস্তা দেখিয়ে।