নিত্তি আমি দিচ্ছি হামি
করছি তোমায় কত আদর,
তবু কেন মাগো তোমার
ঝরছে চোখে আষাঢ় ভাদর।


কিবা দুঃখ মাগো তোমার
কেন তুমি দিনরাত কাঁদো?
তোমার কোলে আছি মাগো
তুমি মাগো একটু হাসো।


ছোট্ট হাতে  অধর ছুঁয়ে
দেখছি তোমায় নয়ন দিয়ে,
মায়ায় তুমি হৃদয় ভরে
থাকছো তুমি জগত জুড়ে।


তোমার কাঁদার কারণ আমি
এখনো আজ মা জানি না,
এ ধরণীতে আনলো আমায়
খুঁজি তারে কভু পাই না।


এটাই যদি কারণ তোমার
খুঁজবো তারে আনবো তারে,
আমি মাগো বড় হবোই
রাখবো তোমায় সুখের নীড়ে।