লিখতে চাই কবিতা,
কবিতা লেখা সখ ;
এদিকে প্রচন্ড কর্ম ব্যস্ততা-----
শুধু কাজ আর কাজ।
কবে পাবো ফুসরত?
কর্ম ব্যস্ততাকে সরিয়ে,
কবে ভাবনাকে দিতে
পারবো অফুরন্ত অবসর?
ভাবনাগুলো, কবে
ফুল হয়ে ঝরবে কবিতায়  ?
মনাকাশ আনন্দের ফল্গুধারায়
কবে হবে উদ্বেল?
হাস্নুহেনার গন্ধে  
কবি মন মাতাল হবে?
কবে আসবে সেই শুভক্ষণ?
মৃদুমন্দ মলয়, পাখির কাকলি
আলোয় ভরা আকাশ,
দিন-রাত স্বপ্ন বুনবে।
আর রচিত হবে কবিতা।


না, তা হয় না কবি,
এ বড় কঠিন পৃথিবী!
এ কঠিন পৃথিবীর বুকে
কোন কিছু পেতে গেলে
কষ্ট  করতেই হবে।
কষ্ট বিনা সৃষ্টি সম্ভব নয়,
আর সবরকম ত্রুটিবিহীন পরিবেশ ,
সেতো কার্যত অসম্ভব।
এই বিশ্ব চরাচরে কাজ করতে হবে
কঠিন পরিবেশকে সঙ্গী করে।
এর দ্বিতীয় বিকল্প নেই।
এভাবেই কাজ চালিয়ে যেতে হবে।
জগত সংসার চলবে এভাবেই।
এটাই চিরন্তন,
একে মান্যতা দেওয়া ছাড়া
আর কোন গতি নেই।