তোমার আসন পাতা
এ অন্তরের গভীরে,
নিশিদিন করি পূজা
যতনে হৃদ মাঝারে।


খুঁজে ফিরি যে তোমায়
এ ঘরেতে বাহিরেতে,
দেখা দাও প্রভু মোর
কৃপা কর হে আমারে।


এই সংসার জ্বালা
জ্বালায় এ মন প্রভু,
মন উচাটনে হয়
এ জীবন নিভু নিভু।


সংসার খেলাঘর
নিত্যদিন শুধু যুদ্ধ
দাও শক্তি হে প্রভু
কর এ থেকে  মুক্ত।


সুন্দর এ পৃথিবী
আজ মিছে মনে হয়,
কৃপার আধার তুমি
কাটাও আমার ভয়।


রাতদিন হানাহানি
স্বার্থের এ লড়াই,
ভালো লাগেনা এ ধরা
ছেড়ে যেতে তাই চাই।


দীন দয়াল হে প্রভু
দূর কর এ লড়াই,
ধরায় আসুক  শান্তি
বাঁচতে পারি সবাই।