ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া
নিয়ে চলছে আলোচনা,
বাংলার মানুষের কাছে এসব
নয় নুতন,নয় অজানা।


হাতে গরম সব খবর,
সঙ্গে নানা সংখ্যা তত্ত্ব;
সংখ্যা নিয়ে রাজনীতিতে
আজ সবাই মত্ত।


জমা জল নিয়ে চলে চাপান ওতোর
রোগ নিয়ে নেই কোন ভাবনা,
মানুষের মৃত্যুতে কি আসে যায়;
এটাই কি  মানুষের একমাত্র পাওনা?


কেন্দ্র-রাজ্যে এ নিয়ে চলে দড়ি টানাটানি,
থাকে না যথাযথ  ব্যবস্থা;
দিনে দিনে বাড়ে ডেঙ্গু
হারায় মানুষের আস্থা।


স্বার্থের লড়াই চালিয়ে কি লাভ?
মৃত্যুকে কি নাই ভয়!
ডেঙ্গু দূর করতে চলুক লড়াই;
জয় করুক সব মানুষের হৃদয়।