এ সময়ে, আবার রাজার পাঠ!
প্রজা হবার সাধ নেই মনে!
ইতিহাসের নিয়মে নিয়েছে বিদায়---
দীর্ঘদিনের সাম্রাজ্য,
গরীব আজ আরো গরীব
চারদিকের নৈরাজ্যে।


স্বাধীনতার সৈনিকেরা আজ
রাস্তায় ভিক্ষা করে হাত পেতে,
দুমুঠো অন্নের জন্য সাধারণ মানুষ;
ঘরের আসবাবপত্র বিক্রি করে----
কোন মতে বেঁচে থাকতে।


খিদের জ্বালা মেটায়
রাস্তার উচ্ছিষ্ট খাবারে,
নিয়নের আলোয় ভাসে চারপাশ
ধনীর ধন বাড়ে লম্বা আড়ে।


সন্তানের  খিদের জ্বালা
মা তাই রাস্তায় নামে,
নীতি আদর্শ নৈতিকতা
আজ লাগে না কোন দামে।


অন্যের জন্য ভাবনা নেই,
আজ সব ভাবনা পরিবার ঘিরে;
কি লিখেছিলেন রবীন্দ্রনাথ?
ঐ দেশ থেকে ফিরে।


আজ হায়, প্রাণ যায়
চোখ ভরে জলে;
এই অবস্থার জন্য দায়ী,
কাদের ভুলের ফলে।


তাদের জন্য আজ এক রাশ ঘৃণা
মন থেকে বেরিয়ে আসে,
বুকে জ্বলে ব্যথার আগুন;
রক্ত টগবগ করে ফুটে।


লড়াই ময়দানে নামতে চায় মন ;
নীতি হীন দের দেখে পিছিয়ে আসে,
আদর্শের বড্ড অভাব এ পৃথিবীর বুকে,
খুঁজে  ভবিষ্যৎ এর যোগ্য নেতাকে।


উড়বে একদিন সাম্যবাদের পতাকা;
অন্যরূপে আবার সমাজতন্ত্র আসবে ফিরে;
এই আশা নিয়ে বেঁচে থাকা,নতুন সূর্য
উঠার অপেক্ষায় নিয়ম করে।