আয়রে রবি; আয়রে ছবি
সবাই মিলে চল,
আজকে সবাই খেলি
হা ডু ডু আর ফুটবল।


ডাংগুলি যে ভুলে গেছি
চু কিত কিত কবেই,
দাড়িয়াবান্ধা খেলাই হয়না
আধুনিকতার চাপে।


আমরা সবাই হইনা বাহির
থাকি ঘরে বসে,
শুধু খেলি ভিডিও গেম
কারুর সাথে না মিশে।


আদরের দুলাল বাবা মায়ের
সবাই একটি দুটি,
খেলতে আমরা ভুলেই গেছি
সবাই আমরা দাবার গুটি।


আঁকা শিখি; ক্যারাটে শিখি
ছুটি বইয়ের বোঝা কাঁধে,
নেই যে গল্প বলা দাদু দিদা
ঘুমের ঘোরে মন শুধু তাই কাঁদে।


নীল সাদাকাশ চোখে পড়ে না
কংক্রিটের জঙ্গল শুধু দেখি,
কেউ ভাবেনা মোদের কথা
ছোট থেকে শ্বাস কষ্টে ভুগি।


দাও ফিরিয়ে সেই নীলাকাশ
স্নিগ্ধ বাতাস সবুজ বন,
প্রাণ ভরে নিই শ্বাস; মাখি কাদা
পৃথিবী কে করি আপন।