কোথায় গেলো তোমার ঐ চাঁদ মুখ
কেড়েছিল মোর হিয়া,
কেন যে আজ  তোমার এ করুণ  দশা
করলো কে ওগো প্রিয়া।
তোমায় নিয়ে এ খেলা ঘরে  দিন রাত
কত বেঁধেছি স্বপন,
আজিকে  মনের মাঝে শুধুই আঁধার
ইচ্ছা হয়না বপন।
ঘর বাঁধবো বলেই তো বারংবার
গিয়েছি  তোমার কাছে,
মিষ্টি হেসে অনুরোধ ফিরিয়ে দিয়েছ
স্বপ্ন দেখিয়েছ মিছে।
বৈশাখ মাসের কোন মেঘ ঝড় দিনে
গেলে কোথায় হারিয়ে,
খুঁজলাম কত শত দেশ জনপথ
পাবার আশাই নিয়ে।
তোমার করুণ দশার সঠিক কারণ
নেই যে আজও জানা,
খুলে রেখেছি আমার  হৃদয় দুয়ার
ফিরতে নেই যে মানা।