মাগো আমি যাই নি তোমায় ছেড়ে বহু দূরে,
করেছি শুধু রূপ বদল এ ধরার 'পরে।
রয়েছি মা তোর পাশে  মনের অন্তপুরে,
তোমায় ছেড়ে আছি অন্য মায়ের হৃদয় জুড়ে।
এ পৃথিবীর 'পরে রয়েছি আমি দেখো তুমি চেয়ে,
শুধু মাত্র  হয়েছি   অন্য  এক মায়ের মেয়ে।
যেই হাসছি   তুমি হাসছো আমায় দেখে,
সেই  রকমই আছি  দুষ্টুমিতে শরীর মেখে।
আজও ছোটাছুটি করি   সারা ঘর জুড়ে,
আদর  করে মা আমায়  যেমন করতে মোরে।  
কাঁদিস কেন মা এটাই তো এই ধরার রীতি,
এই রীতি মেনে চলে পৃথিবীতে আসা যাওয়ার গতি।
এ ধরণীতে যাওয়া আসা এমনি করে চলে,
কেন রে মা কাঁদিস তুই আছি যে মা তোর কোলে।
বল মা আর কাঁদবি না, ভুলবি মোরে বল,
এমনি  কাঁদলে হারিয়ে ফেলবি  মনোবল।
এ ধরায় যাওয়া আসা চলে নিরন্তর,
তাই মা এসেছি দূরে ছেড়ে  ঐ মায়া প্রান্তর।
এই ধরায় আছি করেছি শুধু রূপ বদল,
পাশে থাকলেও মা চিনবো না পরস্পর।
ভগবানের নিয়ম মানতে হবে সবাইকে,
মায়ার এ সংসার চোখের জলে ভাসাবে।
আর কাঁদবি না মা আমার কর আজিকে পণ,
যাওয়া আসার আর এক নাম জীবন মরণ।