জীবন নদী পারাপারের
নৌকা নিয়ে  বসে  মাঝি ,
হয়নি সময়, আসেনি কেউ;
পারের কড়ি নিয়ে আজি।


জীবন গাঙ্গের ঝড়ো হাওয়ায়
ঢেউয়ের তালে তরী  দোলে,
সময় না হলে কেউ রাখেনা পা
জীবন নদীর কালো জলে।


রাতদিন নিজেকে নিয়ে ভাবি;
ভাবিনা একবারও  তাঁর কথা,
বেলাশেষে সময় চলে যায়
হৃদয়ে জুড়ে অশ্রু ঝরাই বৃথা।


শেষ বেলায় কড়ি হাতে বসে
না পেয়ে ঠাঁই করি হুড়োহুড়ি;
মাঝ নদীতে মাঝি একা হাসে
ডুব সাঁতারে দেয় জীবন নদী পাড়ি।