জীবন  নদীর মাঝি তুমি
নৌকা বেয়ে কোথায় যাও?
পার করে দাওগো মাঝি
তোমার সনে আমায় নাও।


তোমার আশায় বসে থাকি
জীবন নদীর খেয়াঘাটে,
দয়াময় কর করুণা আমায়
সূর্য পাটে যাবার আগে।


এ জীবনে প্রভু যদি
কোন ভুল-ত্রুটি অন্যায় করি;
দীন দয়াল তুমি কর ক্ষমা
দাওগো মোরে নতুন করে গড়ি।


তুমি বিনে এ ভুবন মিছে
তুমি এ ধরণীর মহান কাণ্ডারি,
তুমি যেমন চালাও মোরে
সেই ভাবেতে  তোমায় স্মরি।


তোমার দয়ায় এধরণীর বুকে
বাতাস বহে,ফুল ফুটে,ফল ধরে;
তোমার দানে পৃথিবীতে চন্দ্র-সূর্য ;
তোমার অঙ্গুলি হেলনে পৃথিবী নড়ে।


তোমার উপস্থিতি বুঝিনা প্রভু
রাতদিন লড়াই ঝগড়া করি
তোমার স্মরণ বিনা জগৎ আঁধার
বুঝাতে নাহি কাউকে পারি।


দাও প্রভু আমায় অপার শক্তি
ভালোবাসতে পারি যেন সর্বজনে
তোমায় রাখতে পারি যেন প্রভু
হৃদয় জুড়ে আমার নয়নে নয়নে।


শান্তির আধার তুমি হে প্রভু
ঢালো করুণা বারি পৃথিবীর 'পরে
তোমার ছোঁয়ায় পৃথিবীর বুকে
শান্তির বাতাস আসুক ফিরে।


সাঙ্গ হোক সব হানাহানি
সব রকম স্বার্থের লড়াই
দুনিয়া জুড়ে থাকো হে প্রভু
দূর কর সবার বড়ত্বের বড়াই।