এথা সেথা খোঁজে ফিরি তোমায়
নয়ন  সম্মুখে তুমি যে নাই,
নয়নের মাঝে রয়েছ যে তুমি
হৃদয়ের মাঝে দিয়েছি যে তোমায় চির ঠাঁই।


তোমার ইচ্ছে ডানায় ভর করে
উড়ে  যাই সেই অচিনপুরে
যেথায় রয় না কোন বাধার বিন্ধ্যাচল,
সেথায় দেখতে পাই তোমায়  হৃদয় ভরে
অমৃতের ভান্ড ভরে
পূরণ হয় এ চিত্ত কমল।


অন্তহীন আঁধারে খুঁজি তোমায়
আলোক বর্তিকা হয়ে
দূর থেকে ধরা দাও,
তোমার রোশনিতে ভুবন ভাসলেও
বেলা শেষ হলে
তুমিই হও এ মনের মাঝের রবি কর।


বেলা শেষে তুমি আমি কেউ রবো না
এই বিশ্ব চরাচরে,
রবে শুধু এই নশ্বর দেহ -----
অচিন পাখিটি যাবে জীবন খাঁচা ছেড়ে।


কেউ হবো না ঐ দু:সময়ের সাথী
কেউ আর  বাসতে পারবো  না ভালো,
মৃত্যু জীবনের অন্তিম পরিণতি
সেটা মেনে নিয়ে চলাই ভালো।