কিছু নেই যে আমার প্রভু
কি করে যাই তোমার কাছে?
এ ভব সংসারে চলার পথে
পয়সা ছাড়া কি বা  আছে?
পয়সা থাকলে তুমি রাজা
নইলে সবাই ফকির যে কয়,
এ দুনিয়ায় পয়সা ছাড়া
মান সম্মান সব হয়ে যায় ক্ষয়।
পয়সা থাকলে তোমায় সবায়
শ্রদ্ধা  খাতির সদা করবে,
পয়সা না থাকলে ভাই তোমায়
শোষণ করে পিষে মারবে।
এটা আজি জাগতিক নিয়ম
তাই পয়সা দাও গো হে প্রভু,
বেঁচে থাকবো এ জগৎ মাঝে
নইলে যাব হারিয়ে কোথাও কভু।