ওগো কিযে আমার অপরাধ
কেন শাস্তি দিলে?
ছেড়ে গিয়ে আমায় তুমি
কেন অপরাধী বানালে?


বাগানের ঐ মাথার উপর
চাঁদ ছিলো সেথায়,
সেই ছিলো শুধু সাক্ষী
কাঁদে দুঃখ ব্যথায়।


সেই মেয়েটি যাকে নিয়ে
আজি এত কথা,
ছিলো পাশে শুনে তুমি
পেলে দারুণ ব্যথা।


সে যে আমার নয়তো কেও
থাকতো পাশের গ্রামে,
ছোট বেলার খেলার সাথী
"বিন্দু রাণী" নামে।


স্টেশনে সেদিন জ্যোৎস্না রাত
বেশ তখন সন্ধ্যে,
সেথায় দেখা আগের চেনা
"বিন্দু" চললো সঙ্গে।


ফিরলাম মোরা পাশাপাশি
হাসি গল্পতে মেতে,
চলছিল বেশ ঠাট্টা ইয়ার্কি
পুরানোতে ফিরে যেতে।


শোনলে তুমি সে কাহানী
আমার বন্ধুর মুখে,
হলে বড় অভিমানী
গেলে ছেড়ে দুখে।


মিথ্যার বেসাতি তোমার কাছে
সত্যি সেদিন  হলো,
করলে ঝগড়া গেলে ছাড়ি
ফাটকে জীবন গেলো।


বিনা অপরাধে হলাম  কয়েদি
তবুও)তোমার স্বপ্ন দেখি,
জীবন নদীর খেলা ঘরে
আজও  বেঁধে রাখি।


এমন কত শত ঘটনা
ঘটছে দেশ দুনিয়ায়,
বিনা দোষে পাচ্ছে শাস্তি
কি যে করি হায়?


ভাবতে হবে হাজার বার
চরম সিদ্ধান্তের আগে,
বিনাদোষে শাস্তির ঘটনা
কভু নাহি জাগে।