আজ আর কবিতা লেখা নয়
কবিতাকে দিয়ে  দিলাম ছুটি,
কবিতা নিয়ে শুধু পড়াশুনো
করবো কবিতা নিয়ে ঘাটাঘাটি।


ছাড়া যায়না কবিতাকে
আসে আপনা হতে  মনে,
ভুলি কেমনে  কবিতায়
সন্তানসম মনে প্রাণে।


চেষ্টা করি দিতে মায়া মমতা
রাখতেও চাই দুধে ভাতে,
নিঃস্ব সহায় সম্বলহীন কবি
কত টুকুই বা দিতে আর পারে।


কবিতা লেখা যাদের পেশা
তাদের জীবন কাটে অনাহারে,
এই বসুন্ধরায় সব কবি কি
ধরার বুকে স্থান করে নিতে পারে?


সত্যি আমার এ উপলব্ধি
দেখুন চেয়ে তা একদম খাঁটি,
অর্থের অভাবে পৃথিবীর বুকে
জীবন হচ্ছে বরবাদ আর মাটি।


কবিতার জন্য সংসার ত্যাগ
কবিতার জন্য  করে ত্যাগ ভালোবাসা,
এমন কবিই পৃথিবীর সম্পদ
এ ধরণীর সবাকার আশা ভরসা।


হাজার কষ্ট সহ্য করেও তবু
থাকেন মগ্ন সৃষ্টির কাজে,
হার না মানা হার মনের কবিরাই
আজ প্রশংসিত এ বিশ্বের সমাজে।


আজ সব কাজের আছে পেশা
এ বিশ্ব মাঝে বিশ্বের দরবারে,
কবিরা ও যেন পায়  সে সু্যোগ
পেশা হিসেবে নিতে পারে দরকারে।


সৃষ্টির প্রয়োজনে  অর্থ ঢালুক
দেশে বিদেশের সব সরকার,
কবিরা থাকুক সৃষ্টি কর্মে মগ্ন
অর্থ দিক যার যেটুকু দরকার।