(প্রিয় কবি মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী(মঞ্জুবাক কবি) মহাশয়ের ০৮/১২/১৭ তারিখে কবিতার আসরে প্রকাশিত কবিতা "আমি তো আমার মত" পাঠের পরে হৃদয়ে যে অনুরণন সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই কবিতা লেখা। তাই প্রিয় কবির উদ্দেশ্যে এই কবিতা উৎসর্গ করলাম।)


কবিতারা আজ সবাই এসেছে এ শহরে
মিছিল  করছে শহরের অলিতে গলিতে;
বলছে, দাও ফিরিয়ে মোদের হৃত গৌরব
যা ছিল এতদিন মোদের মাথার মুকুটে।


খাদ্যের জন্য লড়াই, বাঁচার জন্য মিছিল
ফটাফট ছবি,স্থান পায় খবরের কাগজে;
কবিতারা সব পড়ে রয় গভীর আঁধারে
দুই চারটি স্থান পায় ছোট বড় কাগজে।


বাকিদের কি স্থান নেই? আছে, মোদের প্রিয়
বাংলা কবিতা ডট কমের কবিতার আসরে,
সহস্র পাঠক পড়েন প্রতিদিন কবিতা
এর চেয়ে বড় পাওনা সত্যি কি কিছু আছে?