হামাগুড়ি দিই আর
করি লাফালাফি,
বাপি দাদু ঠাম্মা হাসে
মাম মা দেয়  ফাঁকি।


পুতুল নিয়ে করি খেলা
মা নেই যে আজ ঘরে,
পুতুলের জন্য রাঁধি ভাত
খাবে সন্ধ্যার পরে।


বিছানা করি খাটের পাশে
মা যেথায় শয়,
ঐ পুতুল গুলোর বালিশ নেই
কান্না চেপে রয়।


বায়না করি বাবার কাছে
দেবো পুতুল সোনার বিয়ে,
চাই লাল চেলী নয়া শাড়ী
আনো জলদি দোকান গিয়ে।


আমার পুতুলের গায় লাল রঙ
মানায় বেশতো ভালো,
মায়ের গায়ের লাল শাড়ীটা
লাগছে কেন আজি কালো?


মাগো তুমি ছবি হয়ে
কেন আছো  দেওয়ালে,
সবার মা তো  আদর করে
দেয় চুমু কপালে।


বাবার চোখে দেখি অশ্রু
ঝরে দু গাল বেয়ে,
বুঝিনা কেন কাঁদে যে
আমার মুখের পানে চেয়ে।


জেনেছি আমি মায়ের মুখ
ছিল আমার মুখের মত,
খুঁজে বেড়ায় মাকে বাবা
আমার মুখের মাঝে কত।


চলে গেছো মাগো আমার
এ পৃথিবীতে একা রেখে,
বসে থাকি  আজও  আশায়
উঠবে সোনা বলে ডেকে।


জানি আসবে না কোন দিন
রবে তারাদের আসরে,
তবু)তুমি প্রতি রাতে এসো
ভরিয়ে দিও আমায় আদরে।