বড় হতে চাইনা মা আমি
রাখরে মা আমায় ছোট করে,
তোর ছোঁয়ায় হৃদয় জুড়ায়
মন আমার আনন্দে ভরে।


দিলি মা প্রাণ আমায়
আনলি আমায় ধরার 'পরে,
এ পৃথিবীর চন্দ্র তারা দেখি
তোর আশিষভরা চোখ দিয়ে।


হৃদয় আকাশ ভরলে মেঘে
তোর হাত মা মাথায় থাকে,
চলার পথের হাজার ঝঞ্জায়
রাখিস মা তুই আঁচলে বেঁধে।


রোগ শয্যায়  থাকিসরে মা
রাখিস  জড়িয়ে  বাহুডোরে,
তোর পরশেই রোগ মুক্তি মা
কষ্ট সইলি সারা জীবন ধরে।


তোর কোলে মা মাথা রেখে
পার হয়ে যাই তেপান্তর,
তোর আশিস মা মাথায় রেখে
ছাড়তে পারি যেন এ ভুবন।