কেউ নেয়নি আপন করে
দেয়নি কেউ হাত বাড়িয়ে,
বর্তমান সমাজের কুৎসিত নিয়মে
মায়া মমতা সব গেছে হারিয়ে।


আমি একা ,থাকি একা
দেখিনা চারপাশ  ফিরে:
আমি, আমার সংসার রয়
সারাদিন হৃদয়-মন জুড়ে।


আমি আমি করি রাতদিন;
হই আত্মকেন্দ্রিকতামুখী,
সব ছাড়ি আমি যেন
এই নয়া ব্যবস্থাতেই  সুখী।


নাই স্বজন, নাই বন্ধু-বান্ধব
এ বিশ্ব চরাচরে,
একক স্বপ্ন,একা বাঁচার আশা
জাগে শত স্বপ্নের ভীড়ে।


হারে হৃদয়ের প্রসারতা
দূরে যায় চিন্তার দৈন্যতা,
এ অভিশাপ থেকে মুক্তির
জীবনে আসে নতুন বার্তা।


এসো, নতুন পৃথিবী গড়ি;
দূর হোক মনের  ক্লেদ, জড়তা;
সারা বিশ্বে উড়ুক পত পত শব্দে
মানবতার শত সহস্র সুন্দর পতাকা।