মৃত্যুর আগে জানতে পারে কি মানুষ তার
এই ধরায় সময় শেষ হবার খবর?
মনে হয়, মানুষের মন তাকে বলে দেয়
যাও, সময় হয়েছে লও নয়া কলেবর।


মরণের বহু আগে কারোর থাকে না জানা
কখন যে তার পালা ধরার বুকে আসবে?
মৃত্যুর সময়ে ঠিক তার মন বলে দেয়
কখন তার ভবের লীলা খেলা শেষ হবে।


চার পাশের সহস্র অসহ মৃত্যু যন্ত্রণা  
বাধ্য করে মানুষকে এ ইহলোক ছাড়তে,
নইলে  মানুষ হতো ভবে অমর অজয়
পারতো না তাকে কেউ এধরা থেকে সরাতে।


রোগ শয্যায় এদেহ জুড়ে হাজার যন্ত্রণা
বুঝায়, শেষ সময় আজ এসেছে এ ধরায়
সেই মানুষটি নিজে থেকে দেয় অনুমতি
"হে ঈশ্বর! নিয়ে চলো মোরে তোমার ডেরায়।"


মানুষের অমরত্ব ইচ্ছা মৃত্যু সব সত্যি
মহাভারতে ভীষ্মের ক্ষেত্রে ছিল তা ঠিক,
মৃত্যু নিয়ে এই লেখা শুধু মনের ভাবনা
বলছিনা একে ষোলআনা নির্ভুল- সঠিক ।