মেঘ আসে, মেঘ যায়
সময় বহে নদীর ন্যায়;
আসে দিন, আসে মাস
বছর যায়, মেঘের ভেলায়।


মেঘলা আকাশে মেঘ--
উড়ে বকের পাশে,
হাওয়ায় দুলে মেঘ
আনন্দের জোয়ারে ভাসে।


সূর্যি মামা আজি;
লুকায় কোন আঁধারে?
শরতের নীল আকাশ---
ঢাকে মেঘের চাদরে।।


শরতে অবিশ্রান্ত ধারা;
মুখ ভার অলক মেঘের,
হাওয়া নাচে এ মনে---
এখন সময় উদ্দাম প্রেমের।


বিকারহীন ভালো বাসা
জাগায় উচ্ছ্বাস মনে,
হারেনি যে প্রেমিক
হারায় প্রেম-নয়নে।


শেষ বেলায় কেউ রবে না
কেউ হবে না সাথী,
জীবন মৃত্যুর মাঝে র'বে
শুধু কিছু  আঁকিবুকি।