তৃষ্ণার আগুনে  ডুবে মরি
ভাসিয়ে জীবন গাঙ্গে তরী,
ভালোবাসার জীবন নদীতে
ঢালি হৃদয়ের অশ্রু বারি।


তৃপ্তির লৌহ শলাকা
বিঁধে এ বুকে,
তপ্ত হৃদয় অনুপানে;
আরামে  দু'চোখ মুদে।


সৃষ্টি কর্তার অপার করুণায়
ভালোবাসার ঝড় উঠে মনে,
প্রেম বিলায়ে হতাশ মন
জাগে নবদিনের ঊষার অরুণে।


সৃষ্টি স্থিতি লয়-----
সবতেই উপস্থিত করুণাময়,
এ বিশ্বে হানাহানির পান্ডাদের
আজ নেই তবু একটুও ভয়।


দাও সুমতি ওদের
জাগাও হৃদয়ে তৃষা,
এপৃথিবীর 'পরে উড়ুক শান্তির পায়রা
ধরণী খুঁজে নিক নতুন দিশা।।