পড়ে আছি রাস্তার ধারে
কেউ নেই আমাকে দেখার,
পেলে খাই তবু কভু কিছু
নইলে নিত্য সঙ্গী অনাহার।


ভাবে সবাই পাগলি আমি
আনমনে বলি কত কথা,
ভাবিনা কভু নিজেকে  নিয়ে
এ সংসারে নেই মাথা ব্যথা।


ছিল সন্তান সংসার সব কিছু
একদিন হঠাৎ গেল সব হারিয়ে
সেই থেকে আছি পড়ে রাস্তায়
কত জন যায় অযথা মাড়িয়ে।


জোর করে কেড়ে নিল বাড়ি জমি
দিল আমায় ঘর থেকে তাড়িয়ে,
গরীবের পাশে থাকে না কেউ
করেনা কেউ লড়াই পাশে দাঁড়িয়ে।


পরশ মণি নেই হাতে আমার
কি করে উদ্ধার করি জমিবাড়ি?
ওপর ওয়ালার উপর ভরসা করি
সঙ্গী করেছি তাই রাস্তার ধারি।


কর হে প্রভু এ অন্যায়ের বিচার
দাও হে তুমি তারে চরম শাস্তি,
প্রমাণ কর তুমি আছো এ ভবে
সেটাই হবে আমার পরম প্রাপ্তি!