এক দুই তিন চার করে
গেলো অষ্টমী পেরিয়ে,
কাল পরশু  নবমী-দশমী;
মা দিলেন  বিদায়ের ঘন্টা  বাজিয়ে।


আসবেন আসবেন করে মা
এলেন ঠিক একটা বছর পরে,
দু হাত তুলে আর্শীবাদ ---
করলেন সন্তানেরে।


ভোলা মহেশ্বর আসবেন না মা
বসে থাকবেন স্বর্গে,
কোন ভরসায় আসবেন মা
ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে সংগে।


নিরাপত্তার বড্ড অভাব
হেথায় এ ধরা ধামে,
মেয়েরা একা চলতে  ভয় পায়
এদের সবার বিধি বামে।


অসুরেরা সব দেয় হাঁক
টলমল  পায়ে,
মেয়েদের  সম্মান করে নষ্ট
যেন তেন উপায়ে।


শাসন নেই, শোষণ আছে
এই বিশ্ব  চরাচরে,
মা আসুন, ধরুন অস্ত্র
বিনাশ করুন সব দুষ্টেরে।


ভরে গেছে এ পৃথিবী
পাপ আর পাপীতে,
নেমে আসুন মা আমার
শান্তির বিশ্ব বানাতে।


শেষবেলায় মা আপনাকে
করি কর জোরে প্রনাম,
প্রতি বছর আসুন মা ধরায়
বাঁচাতে মেয়েদের  সম্মান।