ভেঙে ফেলি বাধার প্রাচীর
টানাপোড়েন এ হৃদয়ের,
প্রতিজ্ঞায় বাঁধি এই ঘর
পূর্ণতা দিই  মনঃ প্রেমের ।


বলেছিলাম তোমায় আমি
যতই আসুক বাধা প্রেমে,
তোমার ভালোবাসার রথ
যাবেনা  কভু ধরায় থেমে।


এ সমাজের  চোখ রাঙানি
করবো না তারে কোন ভয়,
করবো তোমার এ প্রেমকে
এ ধরায় অমর অক্ষয়।


ভাঙবো যত কু- সংস্কার
আছে এই সমাজের বুকে,
গড়বো সুন্দর নব ধরা
বাধা পেতে হবেনা প্রেমকে।


জাতি ধর্ম  বর্ণ নয় বাধা
এ পৃথিবীতে প্রেমের কাছে,
প্রেম এ হৃদয়ের আকুতি
রবে  মানবতার  উর্ধ্বে।