চলে গেলে
রেখে রক্তাক্ত তরবারি,
রক্তে রাঙিয়ে;
এ হাতে আদর করি।


একটা শুধু ছবি
হৃদয়ের  কোণে,
তাও গেলো হারিয়ে
কিভাবে কে জানে?


উঠিয়ে তরবারি
বিঁধি  বুকে,
শত সহস্র ক্ষত
রয় এ হৃদে।


তরবারীর আঁকিবুঁকি
ব্যথার অশ্রু ঝরায়,
শুকিয়ে এ পাষাণ হৃদয়
ভাবনারে দেয়  চিরবিদায়।


উৎসাহ  হারিয়ে
আজ শুধুই ক্লান্তি,
ঘিরে ধরে চারদিকে
হাজার অশান্তি।


আদরের  তরবারি
ঝরায় অশ্রু বারি,
বুকে নিয়ে পেরোবো
এ ক্ষুদ্র জীবন তরী।