শব্দ দানব চোখ
রাঙায়  মানুষে;
আনন্দ নয়,মাতে
পৈশাচিক  উল্লাসে।    


বাতাসে  শব্দের গোলা
ধায় প্রবল বেগে,
কত জীবন  নিভে
নীরবে- নিঃশব্দে।


প্রশাসনের গভীর নিদ্রা
বাড়ে যন্ত্রণা সাধারণ মানুষের,
ভোগে অবলা - মানুষ
নিয়তি  এই বিশ্বাসে।


দীপাবলী ছড়ায়  আলো
খুশির ছোঁয়া জাগায় প্রাণে;
প্রশাসনিক ব্যর্থতায়,
শব্দ দানব কাড়ে অকালে।


সাময়িক ধরপাকড়
খবরের কাগজে লেখালেখি,
শব্দ দানব নিজের জায়গায়
যন্ত্রনার ঘটে না ইতি।


রোগ বাড়ে, কমে  পরমায়ু
অবুঝ যারা মসনদে
বন্ধ হয় না বাজির কারখানা
গোড়ার গলদে।


সচেতনতা বাড়ুক
কঠোর হোক প্রশাসন,
পরিবেশ হোক সুস্থ;
রচিত হোক শান্তির বাতায়ন।