চেষ্টা করলে লেখা যায়
সত্য মিথ্যার কবিতা,
দুনিয়াটা বদলায়
থাকে না শুধু সমতা।


ধনী দরিদ্রের পার্থক্য বাড়ে;
গরীব নামে নীচে,
বড়লোক বাড়ে তরতরিয়ে
নতুন অর্থনীতির প্যাঁচে।


চোখ রাঙিয়ে লাভ নাই;
এ সময়ে ধনতন্ত্র এগিয়ে,
চেষ্টা চলুক সমাজতন্ত্রের
সাম্যবাদের গান গেয়ে।