সন্ধ্যাবেলা হৃদ মাঝারে
জ্বালি সাঁঝেরবাতি,
নতুন দিনের স্বপ্ন চোখে
নতুন আকাশ দেখি।


জাল বোনা সব স্বপ্ন গুলো
উল্কার বেগে ধায়,
শত স্বপ্নে বিভোর মন
রয় নব সৃষ্টির অপেক্ষায়।


চোখ দুটো খুঁজে  নতুনেরে
আকাশ-বাতাস-মাটির কোণে,
মস্তিষ্কের নিত্য নতুন কৌশল
দেশে বিদেশে সৃষ্টির বান আনে।


নব সৃষ্টি, নব আনন্দ
নব আবিষ্কার;
এ পৃথিবীর বুকের শত নবাঙ্কুর
সবই  স্বপ্নেরই পুরস্কার।


কেড়ে নেয়, হারিয়ে যায়
এ শত সহস্র সৃষ্টি;
হায়েনাদের থাবায়
ঝাপসা হয় সবাকার দূর- দৃষ্টি।


কান্নায় ভরে বুক;
দুচোখ  জলে ভাসে,
কার সৃষ্টি,কে করে ব্যবহার?
বিধাতা আপন মনে হাসে!