ছোট ছোট দুটি পায়ে
খোকন ছুটে যায়,
দেয়না মা তার সাড়া শব্দ
নেই আর কোন উপায়।


ভুগছিল সে ক'দিন ধরে
হালকা  হালকা জ্বরে,
হঠাৎ  বাড়ল শ্বাসকষ্ট তার  
প্রাণটা গেলো উড়ে।


বাবা যে তার গেছে চলে
সেতো এক যুগ আগে,
মা-ই ছিলো সহায়-সম্বল
কাড়লো কোভিড রোগে।


এখন একা  করে কি সে
ভেবে হয় সে আকুল,
এ ধরাতে  জন্ম নিয়ে
করেছে কি সে ভুল!


ভুলের মাশুল দেবে সে
সেও যাবে চলে,
এ পৃথিবী চায় না তারে
প্রমাণ তারই ফলে।


কেউ আসে না ধারে পাশে
সবাই থাকে সরে,
ফেলে দেওয়া খাবার খেয়ে
পেট টা যে তার ভরে।


এমনি করে যায় না বাঁচা
মরাই একমাত্র পথ,
চললো সে না ফেরার দেশে
থামলো তার জীবন রথ।