ঝঞ্ঝা কেটে যায়
আকাশ ভরে নীলে,
ছুটে চলা  মেঘে রোদ;
খেলে  শরতের সকালে।


একা  জানালায়;
মন  সেই দূরে,
ভাবনার আঁকিবুকি----
আঁকে ছবি গভীরে।


মনের  অজানা ব্যথা
মনের কোনে কাঁদে,
ঠাঁই নেই হেথায়;
পরান ভরে বিষাদে।


চেষ্টাহীন বলে
নিরন্তর চেষ্টা,
গড়ি অবয়বহীন
অনন্ত স্রষ্টার।


সময় ধায় বেগে,
জীবনে আসে গতি;
সীমান্তে দাঁড়িয়ে একা
বয়ে নিয়ে স্মৃতি।


ঈশ্বর মঙ্গলময়
করুণার আধার,
কৃপাসিন্ধু রাখ হাত
বিদায়বেলা একবার।