মা, আজ বহুদিন পর বাড়ি ফিরছি,
কিছু আমারই মতো বন্ধুদের সাথে,
যারা ঘর ছেড়েছিলো শত্রু আটকাতে
তাদেরই সাথে মা আজ আমি রয়েছি ।
সেটাই ছিলো আমার শেয প্লেনে চড়া,
নাম লিখিয়ে ছিলাম সেনাবাহিনীতে,
তারপর থেকেই যুদ্ধে হেরে বা জিতে,
মা, অনেকদিন পর আজ বাড়ি ফেরা ।।


কিন্তু প্লেনে এসে উঠেছি আজ আবার,
তবে মা এবার আর বসে নয়, শুয়ে
আজ সময় হয়েছে আমার যাবার,
যেতে পারিনি মা, তোমার চরণ ছুয়ে ।
মা, তোমার থেকে আমি বিদায় নিলাম,
তাই আমার বাক্স-বন্দি মুখটা দেখিয়ে ।।
          
                - প্রদীপ কুমার সুতার