তোমার বুকের বাম কোণে ,
ছোট্ট একটি কুঁড়ে ঘর গড়েছি ।
যতক্ষণ থাকবে জেগে
প্রত্যেক স্পন্দনে ঘরটাকে স্পর্শ করবে ,
ভাববে কে আছে এখানে ;
কেনই-বা জানান দিচ্ছে এতবার !
উদ্দেশ্যই-বা কি তার ?
কথাটা জপে-জপে দিন থেকে রাত হবে ,
ভাবনার বৃত্তে সহস্র প্রশ্ন , প্রত্যেক স্পন্দনে -
সহস্রবার ঘুরপাক খাবে ।
ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ,
কখন ঘুমিয়ে পড়বে টের-ই পাবে না ।
কিন্তু আমি !
স্পন্দনের সাথে সন্ধি করে ,
ঠিকই থাকব ঘরটিতে জেগে ।
হয়তো একেই ছায়া সাথী বলে ।।