https://www.youtube.com/watch?v=f8K9RPxGvUs


আবৃত্তি শুনে দেখতে পারেন আমার প্রিয় মাসুম বাদল দাদার কণ্ঠে ।।


বিরহের ইদানিং শীত লাগে
তাপমাত্রা ওঠানামা করে ,
কারণে-অকারণে
অলসতার যোগ্যতা শরীরে জাগিয়ে
যেখানে-সেখানে পড়ে থাকে ,
প্রিয় কালো চাদর মুড়িয়ে ।
ভয়ে থাকে সবসময়
কখন , কিভাবে ছড়িয়ে পড়ে ?
কেউ এসে যদি বলে ,
কি এমন করেছি পাপ -
উপহার দিলে এতো হাহাকার !
বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো
যেমন আছে থাকুক তেমনি ।।