কত কথা বলার ছিলো বলতে যে না পাই,
তোমার রূপে মুগ্ধ হয়ে সব যে ভুলে যাই,
তাকিয়ে থাকি অবশ চোখে তোমার দিকে,
কত ফুলে কত রঙে সাজিয়েছ নিজেকে ¦


ফাগুন মাসে চৈত্র দিনে খরতাপে অলস বেলায়,
কোমল কুসুম তোলে  হিল্লোল দখিনা বায়, তোমার গায়,
বেলা হলো, যাবে চলে , বর্ষ শেষে,
ছিলে সাথে দুটি মাস,
প্রেমের জোয়ারে ভেসে, দিন গেলো শেষে,
অপেক্ষার দশমাস ¦
                           *****
প্রবীর -
১৪ ই  এপ্রিল ২০১৭
শুক্রবার
৩১ শে চৈত্র ১৪২৩