শ্রাবণ  আজ মেঘের আকাশ, শ্রাবণ  আমার গায়, অবিশ্রান্ত বারিধারায় ভাসিয়ে নিয়ে যায় ¦
বর্ষা আজ মনে আমার, বর্ষা আমার ঘরে,
খাল বিল নদী নালা, বুক উপচে পরে ¦


পাখিরা আজ নেই আকাশে, ভিজছে গাছে বসে ,
ওদের মতোই ভিজছে মানুষ, ঘর গেছে ভেসে  ¦
বছর বছর খরা বন্যা, ওঁদের সাথে সাথে,
বন্যা খরা  না হলে যে  অর্থকড়ি কাঁদে !!!


বৃষ্টি আমার ঘরের চালে, নূপুর ঝুমুর পায়,
সেই জলেতে যাচ্ছে ভেসে, ঝুপড়ি নৌকোয় ¦
বর্ষা আমার ভালো লাগে,বৃষ্টি আমার প্রিয়,
তবুও বলি বৃষ্টি তুমি ,ওঁদের  না ভাসিও ¦¦
                         *******
প্রবীর ---
৬ ই শ্রাবণ ১৪২৪
শনিবার
২২ শে জুলাই ২০১৭