একটা দুটো বৃষ্টি ফোটা
একটু আদর একটু ছোয়া
একটু আলো একটু ছায়া
বুকের মাঝে  মুখটি গুঁজে
তোমার বুকের গন্ধ নিয়ে
অনেক দূরে হারিয়ে যাওয়া ¦


একটা দুটো বৃষ্টি ফোটা
একটু ভেজা একটু ছোটা
গাছের নীচে দাঁড়িয়ে থাকা;
পাতা ভেজা বৃষ্টির জল
জল গড়ায় ওষ্ঠ তল
ওষ্ঠ হতে চিবুক হয়ে
গ্রীবা চুয়ে বুকের তলে ¦


শীতল বুকের আদর দিয়ে
রাঙ্গিয়ে দিলে বসন্ত রাগে
আমায় তুমি ছুঁয়ে গেলে
ফাগুন শেষে বৃষ্টি দিয়ে ¦


            ******
প্রবীর রঞ্জন কর্মকার
১০ই মার্চ ২০১৭
শুক্রবার
২৬ শে ফাল্গুন ১৪২৩