যদি তোমাকে জিজ্ঞাস করি,  
আমাকে কতটা চেনো তুমি ?
সত্যি কথা বলোতো ?
তুমি কি বলতে পারবে ?
পরতে পরতে চেনো আমাকে ?
পারবে না.....
এটুকু আমি হলপ করে বলতে পারি,
পারবে.... না ¦


যদি আমাকে জিজ্ঞাস করো তুমি,
আমি তোমাকে কতটা চিনি ?
আমি বলবো,
আমিও তোমাকে পরতে পরতে চিনি না ¦
অবাক হয়ে যাচ্ছ ?  
অবাক হবারই কথা !
এতদিন একসাথে থেকেও,
আমি তোমার মনের ছবি-
রঞ্জন রশ্মি দিয়ে দেখতে পারিনি,
তুমিও পারোনি ¦


পারা যায়না, কখনওই পারা যায় না !
মনের গতি আলোর থেকেও বেশি,
কখন কোথায় চলে যায়, তুমি জানো কি  ?
জানো না..
আমিও জানিনা ¦


একেক সময় আমার খুব ইচ্ছে করে,
'চন্দ্রমুখী'র কাছে যেতে,
তোমারও হয়তো মন ভেসে যায় সেইদিনে,
'দেব দা'-র 'পারু' হয়ে !
আমার মনের কথা তুমি কি জানলে ?
জানলে না ¦
আমিও জানলাম না,
তোমার মনের কথা !


এই যে তুমি কতো গঞ্জনা সহ্য করো,সমাজ সংসারে,
পুত্রসন্তান জন্ম না দিতে পেরে,
আমি তো তোমায় একবারও বলিনি,
কারনটা তোমার নয়, কারণটা আমার ;
আমি তো জেনেও বলিনি,
তোমার 'এক্স'কে,
আমি সংপৃক্ত করতে পারিনি,
আমার 'ওয়াই' দিয়ে,
সমাজ কে তো আমি চিত্কার করে বলিনি,  
দোষটা আ.... মা .....র, ওর..... নয় ¦
জেনেও কিন্ত তোমাকে বলিনি,
তুমি শুধু 'এক্স'  
আমি 'এক্স' 'ওয়াই' - দুটোই  ¦
দেখলেতো, তুমি এতদিন একসাথে থেকেও,
আমাকে চেনো নি, জানো নি ¦


তুমি যখন ঘরকুনো হয়ে থাকো,
আমি তখন কার সাথে থাকি,
কাকে সোহাগ করি,
তুমি কি জানো ? জানোনা !
জানলেও জানতে পারো,
তবু, চুপ করে থাকো, সহ্য করো,
সন্তানসন্ততি, সমাজ সংসারের কথা ভেবে, হয়তো!
কি করে এমন হয় ? ভাবছোতো ?
হয়, হয়, এমনই হয়,
তুমি আমাকে জানোনা বলেই ভাবছো !


তুমি যখন মনে মনে প্রজাপতি হয়ে উড়ে যাও,
কোনও পার্কে,রেস্তোরাঁয় বা সিনেমার নুন শোয়ে,
তোমার মনের মানুষটার সাথে,
আমি কি  জানি ? তোমার সেই মনটাকে,
না কি পারি দেখতে ?
জানিও না, দেখতেও পাইনা ¦


এই যে আমি, এই কথাগুলো যখন লিখছি,
আমি মনে মনে কতো কি ভাবছি,
কতো কি ভেসে আসছে চোখের সামনে,
তুমি কি দেখতে পারছো ? পারছো না !
যদি পারতে,
তবে গজগজ করতে করতে এসে,
বাজারের থলেটা...
মুখের উপড় ছুঁড়ে কি ফেলতে?


এটাই বিস্ময়,এটাই আশ্চর্য্য !
দুজনে এতো কাছে,
তবু কতো দূরে !
তবুও তুমি আমি ঘর বাঁধি,
একসাথে থাকি,সংসার করি,
ভালোবাসি, ঝগড়া করি,
হাসি, কাঁদি  !
কি বলবে তুমি একে ?
বিশ্বাস ?
হ্যাঁ, আমিও মানি, -- বিশ্বাস !!
তুমি আমাকে বিশ্বাস করো,
আমি তোমাকে ¦


বিশ্বাসে টোল পড়লে,
বিবেক কি দংশন করেনা ?
তোমাকে আমাকে ?
করে, করে বলেই তো,
গ্লানি ক্লেদে জর্জরিত,
কর্দমাক্ত মন ধুয়ে মুছে ফেলে,
এগিয়ে আসি, তোমাতে আমাতে,
সমঝোতার পরিশীলিত আলিঙ্গনে,
নারীতে পুরুষে,নারীতে নারীতে,
পুরুষে পুরুষে,
মানুষে মানুষে, মানুষে পশুতে,
সমাজ সংসারে,
দেশে দেশে, দেশে বিদেশে,
সমঝোতার আলিঙ্গনে,
বেঁধে রেখেছি তোমাতে আমাতে,
একসাথে  !!!!
                ********
প্রবীর -
১৭ই মার্চ ২০১৭
শুক্রবার
৩ রা চৈত্র ১৪২৩