কবিতা :মরিচিকার শহর(106)
  মো: গোলাম রাব্বী


            টাসকি খেয়ে গেলাম মাগো
                   ঘুরতে শহর গিয়ে
  মস্ত বড় অট্টালিকা দাঁড়িয়ে আছে দলে।
         পাড়ায় পাড়ায় সভ্য লোকে
                ভর্তি শহর মাগো
         রাতের শহর দেখলে তুমি
             হা করে থাকবেগো।
  বিলেতে ধাচের রেস্টুরেন্টে
               বাহারি রকম খাবার
       বাহারি রঙের গাছগাছালি
                কোট টাই সুট সবার।
আমি মাগো একলা হেঁটে
                    অবাক হয়ে দেখি
আকাশ ফুরে বিমান চলে
                  রাস্তায় মোটরগাড়ি ।
   হঠাৎ মাগো কোথেকে এক
               ছিচকে লোকে এসে
   চাকুর ডগায় নিয়ে গেল সব
         যা দি'লে ব্যাগ ভরে।
   শহরটা মা বড্ড বেশী
                    সভ্য  লোকে ভরা
অশ্লীলতা তাদের কাছে        
           নিতান্তই ছেলেখেলা ।
শহর জুড়ে ব্যস্ত সবাই
             ছুটছে সবার  কাজে
আপন কাউকে পাবেনা খুঁজে
     অট্টালিকার ভাজে।(27)