ওরে, সাত ক্রোশ পথ পেরিয়ে তবে জল এনেছি
সকলে মিলে রোজ দুধ-পুকুরে সে জল ঢেলেছি।
ও সখা, পুকুরে যে জল ঢেলেছি সে কোথায় গেল?
সে সব কি পাতালপুরী সাথে সাথেই শুষে নিলো?
ও সখা, দেখ চেয়ে সে জলের কোনও হদিস নাই
সার বুঝেছি পাতালপুরী সে জল গিলে খেলো ভাই।
ওরে, সব ধকল বৃথা গেল, এ আর মন মানে না
সে জল ঢালতে গিয়ে ভাঙ্গলো ও কলশীর কানা।
তোরা যা-খুশি কর, জল আনতে আমায় ডাকিস না
না না না, দুধ-পুকুরে জল ঢালতে আর যাবো না।