দেখেছি এ বিশ্বে এখন
বহু স্বাধীন দেশ দুর্নীতিতে হচ্ছে ভরাডুবি
ডুবেছে শরীর গলা অবধি
নাক ডুবতেই বাকি!
দম নিতেও হচ্ছে কষ্ট
হাঁসফাঁস করছে বাঁচার তাগিদে।
দগদগে ক্ষত ছড়িয়েছে সারা শরীরে
সে ক্ষত থেকে ক্রমাগত বেরচ্ছ বদ রক্ত
চারপাশ করছে দুষিত।
সে দেখে জানতে ইচ্ছা করে
দেশগুলো স্বাধীন হলো বটে
অঢেল রক্ত দিয়ে হলো কি সে স্বাধীনতা অর্জন?
তাদের শরীর থেকে
কত অশুদ্ধ রক্ত হলো বর্জন কিবা পরিশোধন?
সে দেশবাসীদের জিজ্ঞেস করতে ইচ্ছা হয়
কত রক্ত ঝরে
দেশের মাটিতে কত রক্তগঙ্গা বইলে
কোনও দেশে প্রকৃত অর্থে স্বাধীনতা আসতে পারে
সে খতিয়ান আছে কি?
হয়তো সে হিসাব এখনও বাকি!
দেশে দেশে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির জন্য
রক্ত দিয়েছেন যারা তারা অবশ্যই দেশ বরেণ্য
নমস্য সে বীর বরেণ্যরা
ধন্য করতে চেয়েছিলেন স্বদেশ
হয়তো তাদের সে প্রচেষ্টা অকালে হলো শেষ।
দুর্নীতির শয্যায় শুয়ে ভাবি বৈকি
প্রকৃত স্বাধীনতায় অশুচি কি সহজে স্পর্শ করতে পারে?