ভেঙ্গেছে কি ঘুম প্রলয়ঙ্করী ঝড়ের শব্দ শুনে?
চারদিক থেকে আর্তনাদ ভেসে আসছে কানে?
এখানেই শেষ নয়, শুরু হয়েছে তো ভূকম্পন
থরথর করে কাঁপছে মাটি বাড়ছে হৃৎস্পন্দন?
এখন লোডশেডিং ও উল্লাসে থাবা বসিয়েছে
কোথায় কী ঘটছে নজরে আসে না অন্ধকারে
ওই শোনো, বুনো বানরদের চিঁ চিঁ আওয়াজ
এই সময় ওরাও কি আর স্থির থাকতে পারে?
ওরা মড়মড় করে ভাঙছে বহু গাছের ডালপালা
সেই শব্দ শুনে কানে লাগছে নাকি ঝালাপালা?
মনে হচ্ছে নাকি বুনোরা চালাচ্ছে দৌরাত্মরাজ
আরও কী ঘটাবে কপালে পড়ছে চিন্তার ভাঁজ?