সাপুড়ে, বেশতো সাপকে বেছে নিলে
খেলা দেখানোর সামগ্রী।
জানি, এ কাজে কলাকৌশল কম রপ্ত
করোনি। তবুও জানতে ইচ্ছা হয় এই
ভয়ঙ্কর খেলাটি দেখাতে নামার আগে
মৃত্যুঞ্জয়ী যজ্ঞ করলে কী?
দেখি হাতের বাঁশিটি বাজানোর সময়
মাটিতে ঠুকে পা চার দিকেই দোলাও
বাঁশি। সাপ হেলে দুলে, দেখায় তার
খেলা।
এ বেলায় বলবে, এই ঘটনার পিছনে
আছে কি কোনও গুপ্ত রহস্য ? আছে
কি সাপের শ্রবণ অনুভূতি? দর্শকদের
বোকা বানাতে দেখাচ্ছ কি নানাবিধ
কেরামতি?
বাতাসে কান পেতে শোনো, এসময়
আকাশে বেদম ডাকছে মেঘ। কাঁপছে
শরীর তার গুম গুম শব্দ শুনে।
এখন অনেকের মনে জেগেছে ব্যাপক
কৌতূহল। দর্শকদের মনে বটবৃক্ষের
ঝুরির মতো নিয়ত ছড়াচ্ছে ভাবনার
জাল।
অনর্গল ভাবছে তারা এ ক্ষেত্রে চলছে
কি কোনও ছলাকলা।
শুনেছি কার্যকারণ অনুসন্ধান করতে
গিয়ে অনেকে নাকি সত্যি উপলব্ধি
করতে পেরেছে।
যাক গে, আজও কি দেখাবে সাপের
খেলা, এ বেলায়?
নিজের আত্মরক্ষার উদ্যোগ নিয়েছো
কি? বিষধর সাপদের সকল বিষদাঁত
ভাঙ্গতে ভুল করো নিতো?
বলি, ভুল বশত যদি ওদের বিষ দাঁত
ভেঙ্গে না- থাকো, তবে আগে ভেঙ্গে
দাও ওদের বিষদাঁত, নয়তো সাপের
ছোবল খেয়ে মরতে হতে পারে যখন
রেগে তোমার শরীরে বিষ ঢালবে।