কত কী ঘটে দেশে দেশে ঘনিয়ে এলে নির্বাচন!
যতই এগোয় নির্বাচন, ক'জন বিকায় প্রলোভন
এখন তাদের এই কাজের যথার্থ সময়        
নিশ্চিত করতে হবে নাকি নির্বাচনে জয়?
কখন নিঃস্বার্থ হতে চেয়েছে ক’জন মধুসূদন?  


পুষ্প বর্ণ, গন্ধ ও মধু বিকায় কেন ও কখন?
পরাগ মিলনের স্বার্থে ওদের এই আয়োজন।      
মক্ষিকারাও সুযোগসন্ধানী কম কি?
ওরা লোভ সম্বরণ করতে চায় কি?
মধুর ঘ্রাণ পেলে ওরা ফুলে ফুলে করে বিচরণ।


আহা, মধু কী মিষ্টি! ভনভন করেও কানামাছি।
নির্বাচনের সময় দানগ্রহীতারা তারায় কি মাছি?
তারা করে না সুযোগ হাতছাড়া
দেখে না পেল কাড়া না আকাঁড়া
ভাবে কেন সুযোগ হাতছাড়া করবে মিছিমিছি?


পরিণতি? পরে কি দাঁড়াবে ভাবে আর ক’জন?
নির্বাচনের পরে এই দাতারা হবে কি মধুসূদন?
সেই ভাবনাটুকু তাদের নেই মগজে
মরণ যন্ত্রনা সহ্য করা তাদেরি সাজে
ঘুঘুরা চালাকির ফল বোঝে ফাঁদে পড়ে যখন।